দিলীপ কুমার সাহা:
বৃহস্পতিবার (১৪ মার্চ ) বিকেল কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী । সে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের জারুইলতা গ্রামের শরিয়ত আলীর মেয়ে।
উপজেলা প্রসাশন সূত্র জানান, বৃহস্পতিবার বিকেলে নিকলী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয় একই গ্রামের আবু ছিদ্দিকের ছেলে রুয়েল মিয়া (২৩) এর সাথে। বিকেলেই বর আসছে। গোপন সূত্রে খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ দূর্গা রানী সাহা,জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ইউএনও উপস্থিত হন প্রথমে উপজেলা জারুইতলা ইউনিয়নের জারুইতলা গ্রামের শরিয়ত আলীর ওই কিশোরীর বাড়িতে। পরে বাবা -মাকে ডেকে এনে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স না ওয়ার আগে মুছালেখা দেন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করেন ওই কিশোরীকে। পরে ভ্রাম্যমান আদালত ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবা আবু ছিদ্দিককে আটক করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কিশোরী মেয়েকে বাল্য বিয়ে করানোর চেষ্টার দায়ে ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইনের ৭ এর (১) ধারায় ছেলেটির বাবা আবু ছিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। ।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক জানান, কিশোরী মেয়ের বিয়ের খবর পাওয়ামাত্রই ইউএনও স্যারকে জানাই। নিজেও উপস্থিত থাকি। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আশা করছি এমন ভাবে প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিরা এমন পদক্ষেপে নিলে নিকলী উপজেলা একদিন বাল্যবিয়ে শূণ্য কোটায় নেমে আসবে।
Leave a Reply