দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্তমানে এক মণ ধান বিক্রির টাকায় এক কেজি মাংসও কেনা যাচ্ছে না !
বর্তমানে নিকলী উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজারে এক কেজি খাসির মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মণ বোরো ধানের দাম ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ কারণে সাধারণ কৃষকের মুখে উঠছে না বোরো উৎসবের মাংসের স্বাদ।
উপজেলার সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষক মহবত দুঃখ করে বলেন , এভাবে কি আর সংসার করা যায়। এক মণ ধানে এক কেজি মাংস পাওয়া যায় না। ধান বেচেয়া কামলা আর মানুষের ঋণ দিতে দিতেই ট্যাকা শেষ। একই গ্রামের সমু মিয়া বলেন , অনেক দিন ধরে ছেলে- মেয়েদের মুখে খাসির মাংস দিতে পারিনা। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকালে এক মণ বোরো ধান ৫৫০ টাকায় বিক্রি করে নিকলী সদর বাজারে গিয়ে দেখি এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। বাধ্য হয়ে মাংস না নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরে আসি।
বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে নতুন ধান কেনা-বেচা হচ্ছে। নতুন বোরো হাইব্রিড মোটা ধান প্রতি মণ ৪৫০ টাকা , ব্রি ২৯ধান ৫০০ টাকা ও ব্রি ২৮ ধান ৫৫০টাকার মধ্যে বেচা-কেনা হচ্ছে। একদিকে ধানে চিটা ও শিলাবৃষ্টিতে ধানের ফলন কম হলেও বাজারে দাম কম থাকায় কৃষকদের বুকে চাপা কান্না। তারা রীতিমতো হতাশ। বিশেষ করে ক্ষুদ্র , প্রন্তিক ও বর্গা চাষিরা পড়েছেন চরম বেকায়দায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন , এ অবস্থা চলতে থাকলে এক সময় কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।
Leave a Reply