দিলীপ কুমার সাহা:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সারা দেশের মতো কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে ১০ টি স্কুল ও একটি কলেজের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা প্রসাশনের আয়োজনে প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে অংশগ্রহণ করে। ৩ টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি ও একাদশ শ্রেণি থেকে দ্ধাদশ শ্রেণি পর্যন্ত। প্রতিযোগিতায় প্রতি গ্রুপে তিনজন করে নয়জন বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ দুর্গা রানী সাহা, নিকলী জিসি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন প্রমুখ।
Leave a Reply