কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের আয়োজেনে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ৭ মার্চের ভাষণ, ছড়া আবৃত্তি, অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপড় কুইজ, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন এর উপড় কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ সাখওয়াত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ, অফিসার ইনসচার্জ এস.এম শাহদত হোসেন, দুর্গা রাণী সাহা আক্তার প্রমুখ।
এ ছাড়াও জাতির পিতা ভাষণ সম্প্রচার ও আলোকচিত্র প্রদর্শনী করা হয় এবং মসজিদ ও মন্দিরে জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
Leave a Reply