কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইটধার ভূবেনশ্বরী কালী বাড়ির গঙ্গাঁমন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় নিকলী থানায় মামলা হয়েছে। মামলার ১১ দিন পর প্রতিমা ভাংচুরের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিমা ভাংচুরের ঘটনা সাফি উদ্দিন স্বীকার করেছে।
শুক্রবার গভীর রাতে আবারো মন্দিরে ঢুকার চেষ্টার সময় মন্দিরের সাধারণ সম্পাদক হরেন্দ্র দাস তদন্ত কর্মকর্তা এস, আই সোহেল কে মোবাইল ফোনে জানান, তিনি এসে ঘটনার স্থল থেকেই সাফি উদ্দিন (২৫)নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাফি উদ্দিন নিকলী সদর ইউনিয়নের টিক্কল হাটি গ্রামের নবী হোসেনের ছেলে।
১ জুলাই শনিবার রাতে মন্দিরে ঢুকে সাফি উদ্দিন মা গঁঙ্গার ভক্ত ভগীরতের পাথরের তৈরি প্রতিমা ভাংচুর করা হয় , এতে মা গঁঙ্গার একটি আঙ্গুলও ভেংঙ্গে যায়।
রবিবার (২জুলাই) সকালে মন্দিরের সভাপতি ও সেবায়েত সুভাষ পাল মন্দিরে এসে এ ঘটনা দেখে নিকলী পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ ,সহসভাপতি দিলীপ সাহা, সাধারণ সম্পাদক কার্তিক সুত্রধরকে বিষয়টি জানান। তারা প্রতিমা ভাংচুর বিষয়টি থানাকে অবগত করলে নিকলী থানার ওসি সারোয়ার জাহান ঘটনাস্থলে যান। খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পূজা উদযাপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনারস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
এ ঘটনায় নিকলী উপজেলার সনাতন ধর্মম্বালীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ষাইটধার ভূবেনশ্বরী কালী বাড়ির সাধারণ সম্পাদক হরেন্দ্র দাস বাদী হয়ে সোমবার (৩জুলাই) সন্ধ্যায় নিকলী থানায় একটি মামলা করেন।
নিকলী থানার ওসি সারোয়ার জাহান জানান, শুক্রবার রাতেই সাফি উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত থাকে জেল হাজতে পাঠান।
Leave a Reply