দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাসপাতাল মোড় এলাকায় ৪টি হোটেলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত বলেন, হোটেল ও রেস্তোরা অধ্যাদেশ দ-বিধি ২৬৯ ধারা অনুসারে হাসপাতাল মোড় এলাকার ৪টি হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আইন লঙ্ঘনের দায়ে সেতু হোটেলকে ৩০ হাজার, তৈয়ব আলী হোটেলকে ৫হাজার, বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার ও প্রিতম হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার বিভিন্ন হোটেল গুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply