নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে মঙ্গলবার ও বুধবার এবং বৃহস্পতি (৯-১০-১১জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নিকলী উপজেলা পরিষদের কক্ষে যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক সেমিনার শুরু হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (আইএনও) মুসাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও জাইকার নিকলী ফ্যাসিলেটেটর দূর্গা রাণী সাহার সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভ’ইয়া। বিশেষ অতিথি নিকলী উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়াম্যান রেজিয়া আক্তার প্রমূখ। রিসোর্স পার্সন কিশোরগঞ্জ বিআরটিএর ভারপ্রাপ্ত সহকারি উপ-পরিচালক ফয়েজ আহম্মেদ। অতিথিবৃন্দ নিকলীররাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরেন। এবং অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ যানবাহন চালকদের কারণে প্রতিনিয়ত ঘটেচলা দুর্ঘটনার আশঙ্কা কমাতে উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন। দূর্ঘটনা এড়াতে এবং জীবন যাত্রায় স্বাভাবিক অবস্থা নিয়ন্ত্রণে সক্ষম চালকদের লাইসেন্স অর্জনসহ সকল প্রকার সুবিধা দিতে বিআরটি এর সহযোগিতার কথা বলেন। অটো ও ব্যাটারীচালিত রিক্সাকে স্থানীয় ভাবে লাইসেন্স প্রদানের কথা ও উল্লেখ করেন।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি-জাইকার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের সার্বিক সহায়তায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ ধাপে উপজেলায় কর্মরত ২৭০ জন চালকদের এ সেমিনারে অংশ নেবেন।
Leave a Reply