দিলীপ কুমার সাহা:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার (২৩এপ্রিল)উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে একটি র্যালি বাহির করে উপজেলা পরিষদের হল রুমের সামনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আস আদ দীন মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নরুজাম্মান হাবীব,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, ইউডিএফ দুর্গা রানী সাহা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা
বক্তারা বলেন,২০২৫ সালের মধ্যে নানা ধরনের অপুষ্টি হ্রাস করতে “জাতীয় পুষ্টিনীতি ২০১৫” এবং জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনাতে (২০১৬-২০২৫) কয়েকটি সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply