দিলীপ কুমার সাহা:
নিরাপদ মানসম্মত পণ্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জাতীয় ভোক্তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রৌশন আক্তার, একডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,সমাজবো কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,স্থানীয় সরকার বিভাগ ইউ ডি এফ দুর্গা রানী সাহা, নিকলী থানার এস আই সমরেন্দ্র দে, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সুপার, গনমাধ্যম কর্মি, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে গত ২০১৮ সালে বিশ্ব ভোক্তা অধিকার আইনের উপর উপজেলার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগীতায় হয়।এতে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় বিজয়ী হন। এতে প্রথম স্থান অধিকার করেন,দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পলি রানী বর্মন, দ্ধিতৃীয় হয় একই বিদ্যালয়ের মোঃ তাসিনমিত তৃতীয় একই বিদ্যালয়ের বিদ্যালয়ের সুবর্ণা। বিজয়ীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার ক্রেষ্ট্র, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তিন জনের হাতে তুলেদেন।
Leave a Reply