দিলীপ কুমার সাহা :
‘ভোটার হব, ভোট দিব’ এই স্লোাগানকে সামনে রেখে ১মার্চ প্রথমবারের মতো সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে উপজেলা প্রসাশন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা স্থানীয় সরকার বিভাগ ইউ ডি এফ দূর্গা রাণী সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ প্রমুখ। জাতীয় ভোটার দিবস থেকে প্রতিবছর ভোটার হালনাগাদ কার্যক্রম ও শুরু করা হবে।
Leave a Reply