দীর্ঘ ১৭ বছর ভালোভাবে কোনো সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার বিশাল কর্মী সম্মেলন করল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিকলী উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে তারা এ কর্মী সম্মেলন করেন।
নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, আমরা গুম,খুন ,চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতি করিনা,আমরা ধর্মের রাজনীতি করি। আমাদের এই দেশটা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান সবার। তাই আসুন আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহ সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা জামায়াত আইনও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড, মোঃ মুসলেহ উদ্দিন সুমন,জেলা শ্রমিক ফেডারেশন সভাপতি খালেদ হাসান জুম্মন,জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন প্রমুখ। নিকলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম অনুষ্ঠিত কর্মি সম্মেলন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সাতটি ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি- সাধারণ সম্পাদক ও কর্মিরা।
Leave a Reply