দিলীপ কুমার সাহা
‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার কিশোরগঞ্জের নিকলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে ও বাস্তবায়নে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিকলীতে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্টিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্যামার নুরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply