দিলীপ কুমার সাহা
চালের দাম বাড়ার পাশাপাশি ঝামেলা এড়াতে কিশোরগঞ্জের নিকলীর উপজেলার গৃহস্থ পরিবারগুলো এখন আর পেটে-ভাতে দিনমজুর (কামলা) নিচ্ছে না। আগে দিনমজুরদের তিন বেলা খাওয়ানোসহ কাজ শেষে মজুরির টাকা দেওয়া হতো। এখন দেওয়া হয় শুধু টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দিনমজুর জানান, কয়েক একমাস আগেও এখানে গৃহস্থরা তিন বেলা খাওয়ানোর পর ৩০০ টাকা মজুরি দিতেন। অগ্রাহায়ণ মাসে দিনমজুরের চাহিদা বেশি থাকে মজুরিও বেশি দিতে হয়। কিন্ত এখন খাওয়া ছাড়া ৩০০ টাকা মজুরি পান। এতে করে গৃহস্থরা লাভবান হচ্ছেন, আর দিনমজুরেরা হচ্ছেন ক্ষতিগ্রস্থ।
নিকলী নগর গ্রামের গৃহস্থ জাফরান মিয়া (৫০) বলেন, ‘একজন কামলাকে তিন বেলা খাওয়ালে কমপক্ষে ১৫০ টাকা লাগে। তাই কামলাদের খাওয়া না দিয়ে ৫০ টাকা করে বেশি দিই। এতে আমাদের গৃহস্ত পরিবার গুলোর ঝামেলা কম হয়। অন্য দিকে কামলাদের খাওয়ালে বাড়ির মহিলাদের বেশি কাজ করতে হয়।
Leave a Reply