সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলীতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে ছিল উৎসব মুখর পরিবেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
“দশ বছর পর খুব সুন্দর বোট দিছি। ইবার সুস্তমতন বোট দিছি। কেউরি বাদা দেয় নাই। নিজের বোটটা নিজেই দিছি। ইবার বোট দিয়া খুব মজা পাইছি। ’’ কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মধ্যদামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর এ কথা বলেন ৬৫ বছরের বৃদ্ধা তাসলিমা আক্তার।
“ভোটার রহিমা বেগম বলেন, সুষ্টু নির্বাচন অইছে। আমরা শান্তিমতন বোট দিছি। ইবার কোনো গ্যাঞ্জাম অয় নাই। নিজের পচন্দের মার্কায় বোট দিয়া খুব ভাল লাগছে’’।রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মধ্য টেংগুইরা হাজী আহম্মদ আলী দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে অপেক্ষারত নারীদের লম্বা লাইন।কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম জানান, কেন্দ্রটিতে শুধু নারীদের চারটি বুথে মোট তিন হাজার ২৮৭জন ভোটের মধ্যে প্রায় এক হাজার ২০০ ভোট পড়েছে। প্রিসাইডিং অফিসার জানান,সকাল থেকেই ব্যাপক হারে ভোটাররা আসছেন। এখানে ভোট পড়ার হার খুব ভালো। ওই কেন্দ্রের নৌকা ও দুই স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টদের সাথে কথা বললে, তারা উভয়ই বলেন খুর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। উপজেলার অন্য কেন্দ্রগুলো ঘুরে যা দেখেছি, তাতে সুষ্টুভাবে নির্বাচন হচ্ছে বলে মনে হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এর আগে সকাল ১০টার দিকে নিকলী সদর ইউনিয়নের শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে নারী ভোটারের লম্বা সারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সর্তক অবস্থায়। পরিদর্শনকালে নৌকার ও মোটর সাইকেল প্রার্থীর এজেন্টদের কাছে কেমন ভোট হচ্ছে ,জানতে চাইলে সবাই একই কথা বলেন,খুব সুষ্টু ভোট হচ্ছে। যার ভোট সে দিচ্ছে। সারাটা দিন এভাবে গেলেই হয়। ভোট দিয়ে বের হওয়ার পথে ভোটার হোসেন মিয়া বলেন, এবার খুব সুষ্টু ভোট হইতাছে। যার ভোট সেই দিতে পারতেছে। ভোটের কোনো কারচুপি গ্যাঞ্জাম নাই। ভোটার কুদুচ্ছ মিয়া-বলেন, অনেক দিন পর এবার একটু শান্তি মতো নিজের ভোটটা দিলাম। খুব সুন্দর ভাবে ভোট অইতেছে। এই অইলে ভোট দিতে মন চায়। নিজের ভোট নিজে দেওয়ার আনন্দই অন্য রকম। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সারোয়ার জামাননের দেওয়া তথ্য মতে, ওই কেন্দ্রে সকাল ১০ টার মধ্যে ২০% ভোট পড়েছে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মুছাম্মৎ শাহিনা আক্তার বলেন, নিকলীতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe