কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে বাস্তবায়নে ও ইউজিপির সহায়তায় বুধবার (২০জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প ও ঝুকিঁহ্রাস করনের করনীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ড্রাইভার, নৌকার মাঝি, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, বিআরটিসি সহকারী পরিচালক ইউজিডিএফ দূর্গা রানী সাহা, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী জিল্লুর রহমান প্রমূখ।
প্রশিক্ষণে ড্রাইভার, নৌকার মাঝি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply