নিকলী সদর ইউনিয়নের বর্ম্মণ পাড়া স্বর্গীয় অবিনাশ চন্দ্র সাহার বাড়ির মন্দিরে দুই সহযোগী শিল্পীকে নিয়ে কাজ করছেন নিকলীর দিলীপ বর্ম্মণ (৪৮)।
দুর্গা প্রতিমার পাশেই অন্য প্রতিমা গুলোতে মাটির কাজ করছেন তার দুই সহযোগী। এবার উপজেলার দুইটি মন্ডপে প্রতিমা তৈরি করছেন দিলীপ বর্ম্মণ। এ ছাড়াও বিভিন্ন উপজেলায় দিলীপ বর্ম্মণ আরো আটটি মন্ডপের প্রতিমা তৈরি করছেন ইতিমধ্যে অর্ধেক প্রতিমা মাটির কাজ শেষ করেছেন, মাটির কাজ শেষ হলে। কেবল বাকি থাকবে রঙের কাজ।
২০ অক্টোবর শুক্রবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে দুর্গাপূজা। প্রতিমাশিল্পীরা তাই নির্ঘুম রাত কাটাছেন। দিন যত ঘনিয়ে আসছে পুজা মন্ডপের কমিটি লোকজন ব্যস্ত হয়ে পড়ছেন মন্ডপ সাজাতে।
এবার নিকলী উপজেলায় ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নিকলী সদর ইউনিয়নে ১৪ টি, দামপাড়া ইউনিয়নে ৩টি ও গুরুই ইউনিয়নে ৪ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ।
নিকলী উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি দিলীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক কার্তিক সূত্রধর বলেন, ২৪ অক্টোবর নিকলী পুরাতন বাজার সোয়াইজনি নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ সময় প্রতি বছরের মতো এবার ও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।
এদিকে পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ সারোয়ার জাহান বলেন, ২১ টি পূজা মন্ডপের মধ্যে গুরুই চারটি ও দামপাড়া তিনটি মোট সাতটি পূজা মন্ডপে ঝুকিপূর্ণ সে কারণে আসন্ন দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেবে।
শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে।
Leave a Reply