দিলীপ কুমার সাহা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বপালনের জন্য নির্ধারিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার সম্পন্ন হয়েছে।
নিকলী সরকারী গোড়াচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২ টি ভোট কেন্দ্রের জন্য ৩৪ জন প্রিজাইডিং অফিসার, ২১৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪৩৭ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো.তাজুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন আহমেদ, অষ্ট্রগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ও নিকলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা আক্তার। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply