দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদীতে ডাকাতি পালানোর সময় এক জলদস্যু সর্দারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাতিরচর ইউনিয়নের জনতা। আটককৃত ডাকাত সর্দার মিঠামইন উপজেলার উল্লা গ্রামের জজ মিয়ার ছেলে জাকির হোসেন (২৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার সময় ইঞ্জিন চালিত নৌকা যোগে ১০-১৫ জনের একটি ডাকাত দল উপজেলার সিংপুর ধনু নদীতে কয়েকটি নৌকায় ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ডাকাতদের ধরার জন্য নৌকা নিয়ে পিছু ধাওয়া করে। এ সময় ডাকাতরা ঘোড়াউত্রা নদী দিয়ে ছাতিরচরের দিকে ইঞ্জিন চালিত নৌকা যোগে চলে যায়। পরে নিকলী থানার পুলিশকে খবর জানালে পুলিশ ছাতিরচর ইউনিয়নে খবর দিলে ছাতিরচর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মাইক নিয়ে ডাকাতের খবর ঘোষণা করলে ছাতিরচরের লোকজন একত্রিত হয়ে নৌকা নিয়ে ঘোড়াউত্রা নদীতে বেড়িকেট দেয়। পরে ডাকাত দলটি ঘোড়াউত্রা নদীর পশ্চিমপাড়ে ভুট্ট্রা ক্ষেতে ডুকে পড়ে। জনতা ভুট্ট্রা ক্ষেত থেকে ডাকাত সর্দার জাকির হোসেনকে আটক করে গণধোলাই দেয়। অন্য ডাকাতরা অন্ধকারে পালিয়ে যায়। পরে শুক্রবার ভোরে ডাকাত সর্দার জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ডাকাতির জন্য ব্যবহৃত ইনঞ্জিন চালিত নৌকাটি আটক করা হয়। ডাকাত সর্দার জাকির হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করলে, সে বলে তার দলের সবাই মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য। নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ বলেন, ওই ডাকাত দলটি গত দুই মাসে নিকলীর নৌ পথে প্রায় ২০-২৫ টি ডাকাতি করেছে।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: নাছির উদ্দিন ভূইয়া জানান, পুলিশের নেতৃত্বে ও স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ডাকাত সর্দার জাকির হোসেনকে পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে নিকলী থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply