কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের হাশ্বরদিয়া এলাকার হাওরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পানিতে ডুবে শাহিন আক্তার (৭) ও মনি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই জনের বাড়ি একই গ্রামে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নিকলী উপজেলা জারুইতলা ইউনিয়নের হাশ^রদিয়া গ্রামের জামাল মিয়া মেয়ে শাহিনা ও একই গ্রামের মিল্লাত মিয়ার মেয়ে মনি বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে হাশ^রদিয়া এলাকায় হাওরের পানিতে সাথীদের সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে দুজনই ডুবে যায়। দীর্ঘ সময় ভেসে উঠায় সাথীরা বাড়িতে খবর দেয়। দুপুর আড়াইটায় দুইজনের উদ্ধার করে স্বজনরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply