নিজস্ব প্রতিবেদক,নিকলী
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোর রাতে উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নিকলী থানার এসআই ইসমাইল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলেন জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আমিনুল হককের ছেলে শফিকুল ইসলাম (২৪)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, গত বৃহস্পতিবার (২০ডিসেম্বর) বিকেলে এস আই ইসমাইল ও এ এস এই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছাতিরচর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে যান। এ সময় ছাতিরচর গ্রামের আব্দুল বেপারীর ছেলে জহির উদ্দিনসহ মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়।
এতে পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশ মতি মিয়া আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিকলী থানার এসআই ইসমাইল বাদী হয়ে জহির উদ্দিনকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply