দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ পাঁচ জুয়াড়োকে গত বুধবার (৯ মে) গভীর রাতে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ফজলু মিয়ার ছেলে বিপুল মিয়া (৩০), সোনা মিয়ার ছেলে সাকিল মিয়া(৩৫), কাছুম আলীর ছেলে ফারুক মিয়া (২৮), বাবু মিয়ার ছেলে লহুু মিয়া (২৭) ও ইছব মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বাড়ি সিংপুর বাজার হাটির গ্রামে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় দীর্ঘ ধরে জুয়া খেলা চলছে।গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি শাহাজালাল এর বাড়ির বিল্ডিংয়ের দোতলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদ টাকাসহ পাঁচ জুয়াড়োকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নিকলী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা আইনে আদালতে একটি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওসি জানান, গ্রেপ্তাকৃত পাঁচ জোয়াড়োকে বৃহস্পতিবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।
Leave a Reply