কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদটাকাসহ ৫ জুয়ারীকে আজ সোমবার (৭ ডিসেম্বর) গভীর রাতে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেফতারকৃত জুয়ারী হলো নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের মোঃ শরিফ(৩০), মুস্তফা(৪০), ইব্ররাহিম(৩০), কুদ্দুছ(৫০), মিজানুর রহমান (২৮)ও নজরুল ইসলাম(৩০)। তাদের সবার বাড়ি সাজনপুর গ্রামে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী জানান, সাজনপুর গ্রামে দীর্ঘ ধরে জূয়া খেলাচ্ছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদটাকাসহ ছয় জুয়াড়োকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সোমবার সকালে নিকলী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা আইনে আদালতে একটি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওসি জানান, গ্রেফতারকৃত ছয় জুয়ারীকে সোমবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।
Leave a Reply