দিলীপ কুমার সাহা ,নিকলী
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার জহুর উদ্দিনের দোকানের পিছনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদটাকাসহ দুই জুয়াড়োকে গত বুধবার (১০এপ্রিল) বিকেলে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়াড়োরা হলো নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের অদু মিয়ার ছেলে সাত্তার (৩৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে সাদেক (২৬)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান , বুধবার বিকেলে গোপন সংবাদের বৃত্তিত্বে পুলিশের একটি দল নিকলী সদর ইউনিয়নের ষাইটধার জহুর উদ্দিনের দোকানের পিছনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম নগদটাকাসহ সাত্তার ও সাদেককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নিকলী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা আইনে আদালতে একটি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওসি জানান, গ্রেপ্তাকৃত সাত্তার ও সাদেককে বৃহস্পতিবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।
Leave a Reply