দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে স্নাতক পড়ুয়া এক প্রতিবন্ধী ছাত্রী (২০) ধর্ষনের শিকার হয়েছে।ধর্ষক অরুণ সূত্রধর (২৬) ও সহযোগি দামপাড়া ইউপি সদস্য শংকর সূত্রধরের শাস্তির দাবিতে শনিবার (১৬মার্চ) দুপুরে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের সামনে কলেজের শিক্ষার্থিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পাড়ার শারিরীক প্রতিবন্ধী ও নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী। পাশের বাড়ির অবনী সূত্রধরের পূত্র তাপস সূত্রধরের স্ত্রী ও বাউবির এসএসসি পরীক্ষার্থি মুক্তা সূত্রধরকে প্রাইভেট পড়াতে প্রতিদিন তাদের বাড়িতে যায় ওই ছাত্রী। মুক্তার দেবর অরুণ সূত্রধর বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ১৬ই ডিসেম্বর ভোরে বাড়ির সামনে অরুণে ফার্নিচারের দোকানে তার সাথে দেখা করতে যায় ছাত্রীটি। এসময় উপস্থিত অরুণের সহযোগি ও দামপাড়া ইউপি সদস্য শংকর সূত্রধর বাইরে থেকে দোকান লাগিয়ে পাহাড়া দেন। অরুণ এ ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার কিছু দিনের মধ্যে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে।গত ২৮ জানুয়ারি অরুণ বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীটিকে কিশোরগঞ্জ শহরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গর্ভপাত ঘটায়। এরপর থেকে অরুণ বিয়ে করতে টালবাহানা শুরু করায় ঘটনাটি এলাকাবাসীকে জানালে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বসে।শালিসে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হয়। ইউপি সদস্য শংকর সূত্রধরের সহযোগিতায় অরুণ শালিস সিদ্ধান্ত অবমাননা করে। ওই ছাত্রী জানান, গত ৮ মার্চ নারী দিবসে ওই ছাত্রীর ছোট ভাইকে নিয়ে থানায় মামলা করতে এলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন মামলা না নিযে অন্য ভাবে বুঝিয়ে বিদায় করে দেয়। পরে ওই ছাত্রী ১২ই মার্চ কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
মানববন্ধনের বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভ’ইয়া জানান, বিষয়টি আমার জানা নেয়। মানববন্ধন হওয়ার খবর পেয়ে এলাকায় খুঁজ নিয়ে জানা যায়, তারা কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলাটি জুডিসিয়াল তদন্ত করছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ধর্ষিতা ছাত্রীর খোঁজ খবর নেয়া হচ্ছে।ধর্ষক ও সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তিতে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে।
Leave a Reply