দিলীপ কুমার সাহা, নিকলী
ইংরেজি নতুন বছরের প্রথম দিন উৎসব করে কিশোরগঞ্জে নিকলী উপজেলার মাধ্যমিক , প্রাথমিক ও কিন্ডারগার্ডেন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০১৯ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের নিকলী জিসি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো নুরুজ্জামান হাবীব ও ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম উদ্দিনের যৌথ সভাপতিত্বে নতুন বই বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহিনা আক্তার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী জিসি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, নিকলী শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.সাফি উদ্দিন, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আাফরোজা মুন্নি প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এবার ১২টি মাধ্যমিক বিদ্যালয়,১০ টি মাদ্রাসা ও ৫টি এফতেদিয়া মাদ্রাসায় মোট ১৩ হাজার ৮৭৭ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬০ টি প্রাথমিক বিদ্যালয় , ১৯টি কিন্ডারগার্ডেন স্কুল ও ৩৩ টি এনজিও চালিত ভাসমান বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।
Great post thank you. Hello Administ .