কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নিকলী উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারিদের ফোরামের উদ্যোগে শনিবার (১২ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রমুখ। এ সময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply