আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক সময়পযোগী করে গডড়ে তোলার নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মধ্য দিয়ে নগর জীবন থেকে শুরু করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় রয়েছে নানা রকম যানবাহন, বর্তমান সময়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল ব্যাটারি চালিত অটোরিক্সা। যা দৈনন্দিন জীবনযাত্রা ও যোগাযোগে নব অধ্যায় উদিত হয়েছে, উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
রাতের বেলা ব্যাটারি চালিত অটোরিক্সায় ব্যবহৃত এলইডি হেডলাইট ব্যবহার হওয়ার ফলে বিপরীত দিক থেকে চলাচল করা অন্যান্য গাড়ী, মটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিক্সার এলইডি (ঝাপসা) হেড লাইটের কড়া আলোয় সামনে কিছুই দেখতে পায় না। ফলে দিন দিন বাড়ছে সড়ক দূর্ঘটনার।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ব্যাপকভাবে ব্যাটরি চালিত অটোরিক্সার ব্যবহার লক্ষ্য করা যায়। যার ফলে গ্রামাাঞ্চলে তৈরী হয়েছে অত্যধিক যানজট এবং রাতের বেলা উপজেলার প্রধান প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় ছোট সড়কে এসব যানবাহণের এলইডি হেডলাইটের কারণে রাতের বেলা চলাচল করা দুঃসহ হয়ে উঠেছে। কারণ এলইডি হেডলাইটের তীব্র আলো বিপরীত প্রান্তের যান সড়কের প্রকৃত অবস্থান বুঝতে না পারায় বড় ধরণের দূর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্য দিকে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
উপজেলার মহরকোনা গ্রামের অটোরিক্সা চালক জামাল উদ্দিন বলেন, অটোর আসল হেডলাইট ব্যবহার হলে (চার্জ) খরচ বেশী হয়, হেডলাইডের বাল্ব নষ্ট হলে এলইডি (ঝাপসা) হেডলাইট ব্যবহার করা হয়, ফলে কম খরচে বেশী লাভ করা যায়। এলইডি লাইট রাতে ব্যবহারে সামনে কোন অটো আসলে শুধু ঝাপসা দেখা যায়, তখন দূর্ঘটনা এড়াতে ধীরে গাড়ী চালানো হয়।
নিকলী সদর ইউনিয়নের পুকুর পাড় গ্রামের মোটরসাইকেল চালক কামাল মিয়া জানান, অটোর অত্যাচারে রাতে মোটরযান চালানো খুব অসুবিধা, সামনে অটো আসলে হেডলাইটের আলোয় আর কিছুই দেখা যায় না, চোখ একদম ঝাপসা হয়ে আসে। এখন অনেকেই মোটরসাইকেল, পিকআপ, ভ্যানে ওই তীব্র ঝাপসা এলইডি লাইট ব্যবহার করেন।
এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার এবং নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গত ২২ জানুয়ারি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিকলীতে সড়ক দূর্ঘটনা এড়াতে তীব্র এলইডি লাইটের ব্যবহার অবিলম্বে বন্ধ করা বিষয়ে দ্রূত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply