দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জে নিকলী উপজেলায় ২০ হাজার ৫৪৯ শিশুকে আগামি ১৯ জানুয়ারি ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ১৬৯ কেন্দ্র থেকে ওইদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের এ-ক্যাপসুল দেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আস আদ দীন মাহমুদের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, এস.আই সমরেন্দ্র দত্ত প্রমূখ। অবহিতকরণ সভায় জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৪০ শিশুকে নীল রঙের এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী ১৮ হাজার ৩০৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply