দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার ভুট্রার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অধিক লাভের আশায় কৃষকরা এবার ভুট্রার আবাদ করেছে ২ হাজার ২৫ হেক্টর জমিতে যা গতবছরের চেয়ে দ্বিগুণ। বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি চাষিরা
ধানের ফলন কম হওয়া ও নতুন বোরো ধান উঠার সময় ধানের দাম কম থাকায় উপজেলার ঘোড়াদীঘা , টেংগুরিয়া , সিংপুর , ভাটিবরাটিয়া , বরুলিয়া , কাচিকাটা , পাগলারচর , পরাইনারচর , দীঘলারচর , ছারিচর , মাধাইনগর হাওরে এবার কৃষকরা প্রচুর পরিমাণে ভুট্রার আবাদ করেছে। কৃষকরা জানান , আগে ওই সব জমিতে ধান ও বাদাম চাষ করা হতো। প্রতি বছর ধান করে লোকসান হওয়ায় এবার ওই সব জমিতে ভুট্্রার আবাদ করেছে কৃষকরা।
বৃহস্পতিবার (১১এপ্রিল) সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামের কৃষক স্বপন মিয়ার সঙ্গে কথা হয় স্বপন মিয়া বলেন ,কয়েক বছর ধরে বোরো ধানের চাষ করে আমিসহ এলাকার কৃষরা লোকসান দিচ্ছে। এ বছর আমার ১২ একর ধানের জমিতে ভুট্রা চাষ করেছি। প্রতি একরে ৯০ মণ করে ভুট্রা হয়েছে। ভালো ভাবেই ফসল তুলতে পারছি। সব খরচ বাদ দিয়েও পাঁচ লাখ টাকা লাভ হবে। আমার মতো এলাকার অনেক কৃষক তাদের ধানের জমিতে ভুট্রা চাষ করেছেন। সিংপুরগ্রামের কৃষক সুনামদ্দিন মিয়া বলেন , ভুট্রা চাষে লাভ বেশি। কারণ ভুট্রা ধানের একমাস আগে তুলা যায় , এ সময় কৃষি শ্্রমিকের মজুরি থাকে কম। এ বছর ভুট্রার ফলন ভালো হয়েছে।
এ উপজেলায় বাণিজ্যিকভাবে মৎস্য চাষ , লেয়ার ও ব্রয়লার মুরগির ফার্ম ও গরু মোটা-তাজাকরণের জন্য স্থানীয়ভাবেও ভুট্রার ব্যাপক চাহিদা রয়েছে।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বৃহস্পতিবার (১১এপ্রিল) বলেন , ধান চাষের চেয়ে ভুট্রা চাষে খরচ কম, লাভ হয় বেশি সে কারণে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভের কথা চিন্তা করেই বেশি করে ভুট্রা চাষে আগ্রহী হয়েছে। গত বছর উপজেলায় ১ হাজার ২০ হেক্টর জমিতে ভুট্রা আবাদ হয়েছিল। এ বছর আবাদ হয়েছে ২ হাজার ২৫ হেক্টর জমিতে ভুট্রার আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্রার ফলন ও ভালো হয়েছে।
Leave a Reply