দিলীপ কুমার সাহা, নিকলী
কিশোগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজ বুধবার বিকেল ৪ টায় মহাজোটের প্রার্থী সাংসদ মো. আফজাল হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন বাতেন, নিকলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক চৌধুরী,সিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, গুরুই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান, সাংসদের ব্যক্তিগত সচিব রুবেল আহমেদসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply