দিলীপ কুমার সাহা ,নিকলী
কিশোরগঞ্জ নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ‘আলোর দিশারী’ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি বাহির হয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান তাকী আনামের সভাপতিত্বে মাদক প্রতিরোধ এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাদক প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন আঃ বারী, ডা, মির্জালী ,নুরু মিয়া, আলম মিয়া, বাচ্চু মিয়া, বাবুল মিয়া প্রমূখ। বক্তারা বলেন কারপাশা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইয়াবা ,মদ ও গাঁজা বিক্রি হচ্ছে। আমরা যে কোনো উপায়ে ও প্রশাসনের সয়হতায় কারপাশা ইউনিয়নকে মাদক মুক্ত করতে চাই। আলোর দিশারী নামে সংগঠনের সভাপতি মোঃ শাহনেওয়াজ বলেন, আমাদের সংগঠনের শ্লোগান হলো মাদকের বিরুদ্ধে এসো নামি যুদ্ধে।
Leave a Reply