দিলীপ কুমার সাহা,নিকলী
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ২ টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামে মাদক বিরোধী অভিযান চলাকালে র্যাবের উপর আক্রমণ চালায় মাদক ব্যাবসায়ীরা। এসময় সিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডুবি গ্রামের আওয়ামী লীগ সভাপতি মো: আবুল কাশেম (৬০) ও তার তিন ছেলে রবিন (৩৫),রকিব (৩৩), রায়হান ও মিঠামইন উপজেলার হাসিমপুর গ্রামের তাহের মিয়ার ছেলে সবির(২৮) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে র্যাবের অভিযানকারী দল। এ ব্যপারে ১৩ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় নিকলী থানায় দুইটি মামলা দায়ের করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল। অভিযান চলাকালে সিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কাশেম তার পরিবারের লোকজন ও মাদক ব্যাবসায়ী র্যাবের উপর আক্রমণ চালায় এবং মাদক ব্যাবসায়ীরা র্যাবের অস্ত্র ছিনতাই করার চেষ্টাকালে তিন র্যাব সদস্য আহত হয়।
এ ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত র্যাব সদস্য এ অভিযানে অংশ নেয়। র্যাবের উপর আক্রমাণকারী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবুল কাশেমের তিন ছেলে ও সবিরকে গ্রেপ্তার করেছে । ডুবিসহ আশে-পাশের গ্রামে লোকজন গ্রেফতার আতংক বিরাজমান।
নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, আজ বুধবার (১৩ মার্চ) র্যাব বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ কর ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনকে আসামী করে নিকলী থানায় অভিযান চলাকালে র্যাবের উপর আক্রমণ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার দুইটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১১ ও ১২ তারিখ ১৩-০৩-১৯।
Leave a Reply