রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে মিষ্টি আলুর বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ১১৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। স্থানীয় বাজারের পাশাপাশি এ আলু যাচ্ছে ঢাকা , চট্রগ্রাম , সিলেট , গাজিপুর , টাংঙ্গাইল , ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে।
উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে , উপজেলার সাতটি ইউনিয়নের হাওরের এবার মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৭০ হেক্টর। চাষ হয়েছে ৩৮৫ হেক্টর। স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মিষ্টি আলুর চাষ করেছেন চাষিরা। তবে স্থানীয় জাতের আলুর ফলনই বেশি হয়েছে বলে জানান আলু চাষিরা।


চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় , উপজেলা বিভিন্ন হাওরে অগ্রাহায়ণ মাসের প্রথম সপ্তাহে থেকে শুরু হয় মিষ্টি আলুর চারা বপন। ফাল্গুন মাসের তৃতীয় সপ্তাহে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ক হয়। আর চৈত্র ও বৈশাখ মাস আলু তোলায় ব্যস্ততা থাকবে চাষিরা ও পরিবারের লোকজন।
গত শনিবার (৬এপ্রিল) দুপুরে উপজেলার মিষ্টি আলুর রাজ্য হিসেবে পরিচিত সদর ইউনিয়নের বাইরচর , বরুলিয়ারচর , পাগলারচর ও পুর্বগ্রাম চরে গিয়ে দেখা গেছে , খেতজুড়ে চলছে মিষ্টি আলু তোলার উৎসব। রোদের তেজ উপেক্ষা করে পুরুষেরা কোদাল দিয়ে মাটি কুপিয়ে আলগা করছেন। আর মহিলা ও শিশুরা আলু কুরিয়ে এক জায়গায় স্তুুপ করে রাখছেন। মিষ্টি আলু নিতে আসা ব্যাপারিরা খেতে বসেই আলু মেপে বস্তায় ভরে রাস্তার পাশে নিয়ে রাখছেন। সন্ধ্যার সময় ট্রাকে করে এসব আলু দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাবে।
নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রামের কৃষক দুলাল মিয়া(৫৫) বলে ,এ মৌাসুমে দেড় একর (১৫০শতাংশে) জমিতে মিষ্টি আলু চাষ করেছি। প্রতি একরে ২৫০ মণ করে দেড় একর জমিতে ৩৭৫ মণ মিষ্টি আলুর ফলন হয়েছে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। প্রতি মণ মিষ্টি আলু পাইকারি ৪০০ টাকা দরে বিক্রি করছি। দেড় একর জমিতে চারা বপন ও আলু তোলা পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। বিক্রি হয়েছে ১লাখ ৫০ হাজার টাকা। লাভ হয়েছে ৯০ হাজার টাকা। একই ইউনিয়নের চামারটুলা গ্রামের কৃষক জালার উদ্দিন (৫২) , মিয়া হোসেন (৫৫) , একিন আলী (৫০) বলেন , আগে এসব জমিতে বাদাম ও মিষ্টি লাউ করতাম। এতে লাভ হাতো না। পরে এ বছর আমারা মিষ্টি আলু চাষ করে লাভবান হয়েছি। আগে যেখানে বাদাম ও মিষ্টি লাউ করে লোকসান হতো।এখন লাভের মুখ দেখে আমারা খুশি।আলু বিক্রি করতে আমাদের কোনো কষ্ট করতে হয়না। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এসে জমি থেকে আলু তোলার পর জমিতেই বিক্রি করে দেয়। পরে পাইকাররা এ আলু বস্তায় ভরে রাস্তার পাশে জমা করে। সন্ধ্যার সময় ট্রাক ভরে আলু দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। যদি এলাকায় একটি হিমাগার থাকতো তবে মিষ্টি আলু গুলো হিমাগারে রেখে পরে বিক্রি করতে পারলে আমাদের লাভ আরো বেশি হতো।এখনতো পচনের ভয়ে কম দামেই বিক্রি করে দিচ্ছি। ঢাকা জুরাইন থেকে আসা এক মিষ্টি আলুর পাইকার কবির মিয়া বলেন, নিকলীর মিষ্টি আলুর চাহিদা বেশি। কারন ওই আলুগুলো বালু মাটিতে হওয়ায় মিষ্টি হয় খুব বেশি। ওই মিষ্টি আলু গুলো ঢাকায় ৬০০ টাকা মণ দরে বিক্রি হয়। বৈশাখ মাস পর্যন্ত এ উপজেলা থেকে আলো নেওয়া যায়। এরপর এলাকায় আর আলু থাকে না।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হারুন অর রশীদ বলেন , এ বছর মিষ্টি আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা জমির অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। এবং বর্তমান বাজারে দাম ভালো থাকায় কৃষকরা খুশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com