দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭ এপ্রিল(বুধবার) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কর ছিদ্দিক, উপজেলা ইউএসএ ডা: আস আদ দীন মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজি নুরুল আমিন, সমবায় কর্মকর্তা, ইউ ডি এফ দুর্গা রানী সাহাসহ প্রমুখ।
সকাল ৯টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল হয়।
Leave a Reply