কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিভিন্ন মুদি ও চায়ের দোকান, হার্ডওয়্যার, এমনকি সারের দোকানেও বিক্রি হচ্ছে জ্বালানি তেল। সড়কের মোড়সহ যত্রতত্র অবাধে বিক্রি হচ্ছে অকটেন-পেট্রোল ও ডিজেল। অনিয়মতান্ত্রিক ও অনুমোদনহীন জায়গায় দাহ্য পদার্থ ঝুঁকিপূর্ণ বিপণনের ফলে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
হাওর উপজেলা নিকলীর অধিকাংশ জ্বালানি তেল ব্যবসায়ীদের নেই কোনো লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ যন্ত্র। অথচ নিয়ম অনুযায়ী দাহ্য পদার্থ বিপণন ও বাজারজাত করতে হলে বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছোট-বড় হাট-বাজারের প্রায় দুই শতাধিক দোকানে বিক্রি হচ্ছে জ্বালানি পদার্থ। বিভিন্ন দোকানে দুই লিটার, এক লিটার, আধা লিটারের প্লাস্টিকের বোতলে অকটেন-পেট্রোল ভরে উন্মুক্ত পসরা সাজিয়ে রাখা হয়েছে। এতে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ঘটতে পারে অগ্নিকা-ের মতো মারাত্মক দুর্ঘটনা।
জানা যায়, জ্বালানি তেল বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধাপাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক সক্ষমতা-সংক্রান্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁঁকিমুক্ত সংরক্ষণাগার থাকার সরকারি নির্দেশনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জ্বালানি তেলের ব্যবসায়ী জানান, এখানে অনেক অবৈধ দোকান গড়ে উঠেছে। স্থানীয় নিকলী বাজারের এক জ্বালানি তেল বিক্রেতা বলেন, আমরা সারা দিনে কয়েক লিটার তেল বিক্রি করি। বিস্ফোরক আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। লোকজনের চাহিদা থাকায় এজেন্টদের কাছ থেকে দৈনিক ৫০ লিটার করে তেল এনে বিক্রি করি।
নিকলীা থানার ওসি মোঃ মোশারফ হোসেন জানান, লাইসেন্স ছাড়া কোনো দোকানে ডিজেল-পেট্রোল, অকটেন বিক্রি করার সুযোগ নেই। প্রশাসন কিংবা দাহ্য পদার্থ তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থা যদি আমাদের সহযোগিতা চায় আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার বলেন, দাহ্য পদার্থ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত লাইসেন্স ছাড়া যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। অবৈধ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply