নিকলী উপজেলা সদর ইউনিয়নের ষাইটধার গাবতলা গ্রামের বাসিন্দা নিকলী উপজেলা যুবলীগ নেতা ঠিকাদার ও সমাজসেবক আশাব উদ্দিন বকুল (৫০) আর নেই (ইন্নালিল্লাাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
.
আজ শনিবার (৩এপ্রিল) দুপুরে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। আজ বাদ জহুর ষাইটধার ঈদ-গাঁ মাঠে জানাজা শেষে তাকে চামারটুলা কবর স্থানে দাফন করা হয়।
.
তার অকাল মৃত্যুতে নিকলী-বাজিতপুর কিশোরগঞ্জ-০৫ আসনের সাংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ কফিল উদ্দিন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা-কর্মিরা ও নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply