কিশোরগঞ্জের নিকলী উপজেলার শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও পথচারিদের কম্বল পৌঁছে দিচ্ছেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না।
মঙ্গলবার (৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বৃহস্পতিবার) তিনদিন ধরে গভীর রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে ও পথচারিদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছেন তিনি।
ইউএনও সামছুদ্দিন মুন্না জানান, নিকলী উপজেলার সদর ইউনিয়নসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ও পথচারি অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরো শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও আনসার বৃন্দ।
Leave a Reply