দিলীপ কুমার সাহা :
কার্যকর পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রসাশন।
শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসা এবং কথা বলায় শিক্ষাক্রম ব্যহত হওয়ার বিষয়টি মঙ্গলবার (২২জানুয়ারি) উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় নজরে আসায় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার উপজেলার স্কুল- কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত মৌখিক নির্দেশ দেন।
মৌখিক নির্দেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে-মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না।
শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া যাচ্ছে।
তবে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তি বা মনিটরিংয়ের বিষয়টি বলা হয়নি প্রসাশনের ওই নির্দেশে।
উঠতি বয়সী ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষতির বিষয়টি মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে।
Leave a Reply