আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচতলা কার্যালয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সামছুদ্দিন মুন্না ও নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর কোভিড-১৯ দ্বিতীয় ডোজ এর টিকা গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভুইয়া জনি,নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুর হক আয়াজ,নিকলী থানা অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ কোভিড-১৯ এর প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ, ইউ ডি এফ দূর্গা রানী সাহা, এস আই মোকছেদুল,বীর মুক্তিযোদ্ধা প্রমুখ কোভিড-১৯ দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ।
সরজমিনে গিয়ে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের নিচতলায় কোভিড-১৯ দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে।
Leave a Reply