নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
প্রধানমন্ত্রীর ১৭ টি স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক একদিনের কর্মশালা আজ দুপুরে গর্ভনেন্স ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে নিকলী উপজেলা পরিষদের সহযোগীতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া, জেলা খামার বাড়ির উপ পরিচালক মোঃ মতিয়র রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াম্যান রিয়াজুল হক আয়াজ প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর ১৭টি বিশেষ উদ্যোগ সর্বত্র সব ধরণের দারিদ্যের অবসান। ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার। সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ ও কল্যাণ নিশ্চিতকরণ। সকলের জন্য অন্তর্ভূক্তিমূলক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি। জোর সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা।সকলের জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। সকলেরজন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং অন্তভুর্ক্তিমুলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। অন্তঃ ও আন্তদেশীয় অসমতা কমিয়ে আনা। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরণ নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থাগ্রহণ। টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারসহ মোট ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯ টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সূচক রয়েছে। বক্তারা এ সব বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় শিক্ষক, ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিওর প্রধান ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত থেকে লিখিত ভাবে তাদের মতামত তুলে ধরেন।
Leave a Reply