কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সিংপুর সড়কে নোয়পাড়া এলাকায় মোটরসাইকেল-টমটম মুখোমখি সংর্ঘষে মোটরসাইকেল চালক আমির আমজা (৪০) নিহত হয়েছেন।
গুরুতর আহত মোটরসাইকেল যাত্রী দুইজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় নিকলী সিংপুর সড়কে নোয়পাড়া এলাকা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক দামপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের সদর আলীর ছেলে আমির আমজা (৪০)।
Leave a Reply