দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে সোমবার (০৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ হোটেল -রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্ওনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোছাম্মৎ শাহীনা আক্তার সোমবার ৩ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিকলী উপজেলা সদরের হাসপাতালে মোড়ের তৈয়ব আলীর খাবার হোটেলকে দুই হাজার, পুরান বাজারের কাজল সাহার রেস্টুরেন্টেকে দুই হাজার , আপগেইট রেস্টুরেন্টেকে চার হাজার ও মেয়াদোত্তীর্ন,অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাস্তায় ফেলে দেওয়া হয়। ভুক্তা আইনে মেয়াদোত্তীর্ন,অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাখা, খাবার ঢেকে না
রাখা, রান্নাঘরের নোংরা পরিবেশ, পামওয়েল তৈল ব্যবহার সহ নানা কারনে ৮ হাজার হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী হাকিম মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, খাবারের মান নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবো। হোটেল গুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এর মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply