দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে ১১০ পিস ইয়াবা ও ১০০ পুড়িয়া গাঁজাসহ মোঃ ফরমান (৪৫) , মোঃ রুমান মিয়া(৩৫)ও মিশু মিয়া (৪৪) নামে তিনজন ইয়াবা ও গাজাঁ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
সোমবার (৪মার্চ) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের শহরমুলের কাছে ইয়াবা বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরমান কারপাশা গ্রামের মাসুদ আলী মান্সীর ছেলে , রুমান মিয়া শহরমুল গ্রামের জিন্নত আলীর ছেলে ও মিশু মিয়া একই গ্রামের রশিদ ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই দীর্ঘদিন ধরে কারপাশা ইউনিয়নে ইয়াবা,দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪মার্চ) রাতে নিকলী উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের শহরমুলের কাছে ইয়াবা বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে সোমবার রাতেই তিনজনের নামে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হবে।
Leave a Reply