দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে ৭৫ পিস ইয়াবাসহ এনামুল হক (৩৯) নামে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
বুধবার (২৪এপ্রিল) রাত সাড়ে ১০ টায় নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাঁকামাথার সড়কের কাছে ইয়াবা বিক্রির সময় থাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত এনামুল বাজিতপুর উপজেলার ভেলভিটা গ্রামের হাজী মোঃ চন্দন মিয়ার ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত এনামুল দীর্ঘদিন ধরে গুরুই ইউনিয়নে ইয়াবা,দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪এপ্রিল) রাতে নিকলী উপজেলার পাঁকামাথার সড়কের কাছে ইয়াবা বিক্রির সময় থাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে বুধবার রাতেই এনামুলের নামে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হবে।
Leave a Reply