নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ৭৮ জনকে আসামী করে ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিকলীর নানশ্রী এলাকার ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ অভিযোগটি এফআইআর করার জন্য অফিসার ইনচার্জ, নিকলী থানাকে আদেশ প্রদান করেন। শনিবার সকালে (৭সেপ্টেম্বর) নিকলী থানায় মামলাটি এফআইআর করা হয়।
এতে আসামী করা হয় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তাহের আলী, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কারপাশা ইউপি চেয়ারম্যান আমান খান, সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছাতিরচর ইউপি চেয়ারম্যান ইয়ার খান চৌধুরী ও গুরুই ইউপি চেয়ারম্যান তোতা মিয়াসহ ৭৮ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০০ জন।
নিকলী থানা ওসি মোঃ মোশারফ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply