নিকলী প্রতিনিধি:
৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, গণহত্যা, স্বাধীনতা দিবস, নারী দিবস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নিকলীতে বুধবার (৬মার্চ) সাড়ে ১১টায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবি ছিদ্দিক, উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নিকলী জিসি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রশিদ, নিকলী শহিদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন, সাংবাদিক দিলীপ কুমার সাহা প্রমূখ।
সভায় স্মরণযোগ্য দিবসের যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে সকলের দিক-নির্দেশনামূলক বুদ্ধি পরামর্শসহ সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, অতীতের থেকে এবার আরো সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে নিকলীতে মহান স্বাধীনতা দিবসসহ সবগুলো দিবস পালন করা হবে।
Leave a Reply