কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এ বছর খিরার বাম্পার ফলন হয়েছে। বাজারে খিরার দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে খিরা ক্রয় করে নিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি খিরা আবাদ হয়েছে, নিকলী সদর,দামপাড়া, গুরুই ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের হাওরে। উৎপাদিত খিরা বিক্রির জন্য কোনো আড়ৎ যেতে হয়না প্রতিদিন দেশের বিভিন্ন জেলার পাইকাররা ট্রাক নিয়ে খিরা কিনতে আসেন। এই এলাকার খিরা সাধারণত ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে।
নিকলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে নিকলী সদর,দামপাড়া, গুরুই ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের হাওরে বিভিন্ন মাঠে খিরার চাষ তুলনামূলক ভাবে এবার অনেক বেশি হয়েছে।
খিরা চাষি নজরুল ইসলাম বলেন, এ বছর আমি এক একর জমিতে খিরা চাষ করেছি। আমার মোট ৫০ /৫৫ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। চলমান বাজার দর ঠিক থাকলে আমার ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।
চামারটুলা গ্রামের কৃষক মগবুল মিয়া বলেন, ধান চাষের পাশাপাশি এ বছর আমি আড়াই বিঘা জমিতে খিরা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে প্রায় ১ শত থেকে ১২০ মন খিরা উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিদিন নিকলী থেকে উৎপাদিত খিরা রাজধানীসহ সারাদেশে যাচ্ছে।
Leave a Reply