দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন আওয়ামী লীগের প্রার্থী, ভোটের আগেই কণ্ঠ ভোটে আ.লীগের প্রার্থী বাছাই পর্ব শেষ করেছে।
আজ মঙ্গলবার(০৫ ফেব্রুয়ারি) কণ্ঠ ভোটে উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী বাছাই করলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।
উপজেলার সাতটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি -সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুপুর দুইটার সময় কণ্ঠ ভোটে প্রার্থী বাছাই পর্ব শেষ করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়ার সভাপতিত্বে কন্ঠ ভোটে উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী বাছাই অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো: জিল্লুর রহমান।
কণ্ঠ ভোটে যাদের নির্বাচিত করেছেন তারা হলো , উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রিয়াজুল হক আয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজিয়া নূরে আলম।
Leave a Reply