কিশোরগঞ্জ নিকলীতে সত্য প্রকাশে নির্ভীক একটি ফেসবুক অনলাইন গ্রুপ নিকলী পরিক্রমা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযােদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত করেছেন।
রবিবার (৮ মে) বিকেলে নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নিকলী পরিক্রমা আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিকলী পরিক্রমা অনলাইন এডমিট মোহাম্মদ সাদি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদ সদস্য, আলহাজ্ব আফজাল হােসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলি, নিকলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ, নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাতেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাপ মিয়া, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান ইয়ার খাঁন চৌধুরী, সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, নিকলী পরিক্রমার প্রতিষ্ঠাতা মোঃ খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিকলী পরিক্রমার এডমিট সদস্যরা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি নিকলী পরিক্রমা অনলাইনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেষ্ট্র তুলে দেন।
Leave a Reply