সানি সুত্রধর ,নিকলী :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১মে) দুপুরে নিকলী প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক হাবিবের সভাপতিত্বে এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের কষ্ঠ ভোটে এ কমিটি গঠন করা হয়।
সভায় এম হাবিবুর রহমানকে (দৈনিক বাংলাদেশের খবর) সভাপতি ও দিলীপ কুমার সাহাকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটি’র অন্যান্যরা হলেন সহ-সভাপতি হেলাল উদ্দিন (ইনকিলাব) সহ-সভাপতি খায়রুল মোমেন স্বপন (মানব জমিন), যুগ্ম সম্পাদক শামীম আল মামুন (হাওয়ার লাইভ ২৪.কম), অর্থ সম্পাদক আবদুল্লাহ মহসিন (আমোদের নিকলী ২৪.কম), দপ্তর সমপাদক আব্দুর রহমান রিপন (নবধারা র্বাতা), প্রচার সম্পাদক সানি সুত্রধর (ওয়ান নিউজ ২৪.কম), সাংগঠনিক সম্পাদক প্রদীপ সাহা (পার্লামেন্ট ওয়াচ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব আচার্য্য(এবি নিউজ ২৪.কম),
প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন রানাউজ্জামান,আজমল আহসান, তোফায়েল আহসান ও নুরুল ইসলাম।
Leave a Reply